আকাশ থেকে প্রশ্ন করে 
একটি রঙ্গিন ছবি,
এমনতর নির্বাক চোখে 
তাকিয়ে কেন কবি ?

বললাম তাকে নির্বোধ তুমি 
যাতনা বুঝ না কিছু? 
জীবনের কাছে জীবনের দাবী 
নিয়েছে আজ পিছু! 

আকাশ কাঁপিয়ে হাসলো ছবি 
আমার কথা শোনে,
প্রাণের দায় তো প্রাণই নিবে 
চিরটি কাল ধরে।

নীল গগনের ছায়াপথে
রামধনুকের ভাজে,
বলছে যেন চোখ ইশারায়
সপ্ত রংয়ের খাজে।

ছবির কাছে অলিক কথন
বিফল মনোরথ,
ইচ্ছে রবির আলোর নাচন
রুদ্ধ সরল পথ।

বিদায় দিলাম এমনি করে
কালের মনন্তর,
মেঘের কণায় চাঁদের হাসি
ভাবনা অবান্তর।