মিছিলের শব্দ শুনতে পাই
সারা রাত্রি মিছিলের শব্দ !
স্লোগানে স্লোগানে মুখরিত হৃদয় আঙিনা !
গৌধুলির আঁধার হতেই জেগে উঠে সব !
নিস্তব্ধ রাত্রির রাজপথ জুড়ে অবহেলার আগুন
হিলিয়ামের দখিন হাওয়ায়
দাউ দাউ করে জ্বলে উঠে হৃদয়
পুড়ে পুড়ে গলিত পঁচা হৃদয়
প্রভাতের আলোয় পুনজন্ম পায় !


সারা দিন কোন মিছিল নেই কর্মব্যাস্ত হৃদয়ে
নেই কষ্ট, অবহেলা কিংবা বিশ্বাসভঙ্গের পিকেটার !
পুরোটা রাজপথ জুড়ে অবহেলার 'কষ্টজট'
অপরাহ্নের স্তমিত অালোয় সব স্থবিরতা ভেঙ্গে
জেগে উঠে নতুন মিছিলের ঝাঁঝাঁলো স্লোগানে !


আবারও মিছিল, আবারও স্লোগান
আবারও আগুন,বারুদে বিদ্ধ হতে হতে
হাজারোবার আত্মহত্যা করে আমার হৃদয় !
হৃদয়ের লাশের ময়না-তদন্তেও কষ্টের মিছিল !
সে মিছিলের স্লোগানে প্রকম্পিত কর্ণের ঝিল্লি
প্রতিবারই কঠিন হতে কঠিনতর আঘাত করে মস্তিষ্কে !
জীবনের প্রতিটি বাঁকে বাঁকে নির্যাতিত স্মৃতিগুলোও
আত্মহুংকার দিয়ে বিক্ষোভের মিছিলে নেমে পড়ে !
ধারণক্ষমতার চেয়ে লাখোগুন কষ্টের হৃদয়-গলিতে !


হতাশা,বিষাদ,অবহেলা কিংবা করুণার স্পর্ধা
প্রমাণ করতে থাকে তাদের হিংস্রতার সর্বশক্তি !
চাপাতি কিংবা গ্রেনেড হয়ে বিস্ফোরিত হয় কষ্টরা !
আমার দু চোখের আটানব্বইয়ের বন্যাও দমাতে পারেনা
এই হৃদয়গর্ভে প্রজ্জ্বলিত নিদারুণ কষ্টের নীল অগ্নিশিখা!
শুন্য দৃষ্টিতে রাত্রিভর তাকিয়ে থেকে মুক্তি খোঁজে হৃদয় !
হৃদয়ের চারিদিকে কষ্টের ঝাঝালো স্লোগান "মুক্তি চাই"
অতঃপর একদিন A4" কাগজে আসে চিরমুক্তির সনদ !
একটি চিরকুট কিংবা একটি জীবনের মুক্তির কবিতা !
অভিমানী মন মুক্তির পিয়াসে হারিয়ে যায় চিরতরেই !


তারিখ: ২০মার্চ২০১৭