পাখিটা রাত জাগে প্রতিটি রাত একাকী
রাত জেগে ভোর হয় তবু সে জেগে রয়
জেগে জেগে হৃদয়ে বাঁধে বাসা ভীষণ ভয় !
প্রেমের সে প্রেয়সী একুশটি রাত ফিরে"নি
ঠৌঁটে ঠোঁট রেখে ভালোবাসার কথা বলেনি
মনে জাগে ভয়, জানেনা কি হয় পাবে দেখা'কী ?


কবিতাও জেগে থাকে কবির চোখে নিশীথে
কলমের আঁচড়ে পাবে কি প্রাণ এই শীতে
কবিও জেগে থাকে পাখির আঁখিতে রোজ
বুঝিতে তাঁর ব্যাথা সঙ্গোপনে, নেয়নি খোঁজ !
মায়াজাল ছিঁড়ে সে'রাতে পাখিটি কবি'কে
দেখালো বুক ছিঁড়ে প্রেমের হৃদয়ের ছবি'কে !


কবি'র চোখে অশ্রু সে রাতে ঝরেছিলো অবিরত
পারেনি লিখতে কলমের আঁচড়ে প্রেম ব্যাথা কত
বিদায়ের বেলা পাখিটি বলেছিলো প্রিয় কবি—
প্রেম নহে শুধু হৃদয়ের টান প্রেম স্বপ্নেরও ছবি ৷
যে প্রেম পারো করতে ধারণ দু'জনারই বুকে
'হারালে সে প্রিয়সী তোমার; বাঁচিও না ধূঁকে ধুঁকে!