আমি পাহাড়ের উপর দাড়িয়ে
এক বুক ভরা বিশ্বাস নিয়ে
তোমার দুহাতে হাত রেখে
বলেছিলাম —
বিশ্বাস করো; দুর্দিন ফুরোবেই
অভাবের কালো বাতাসের কার্বন
ঠিক মুছে যাবে শরতকালে !


বিশ্বাস করো প্রিয়তমা,
আকাশের রঙ মেখে রোজকার হিসেব কষি
এক মুঠো ডাল ভাতের সংগ্রামী জীবন তো
একটুকরো হাসির চেয়েও পবিত্র  !


ঝরণা ধারায় তোমাতে ভিজে,
কম্পিত ঠোঁটের মোহনীয় ভাষায়
তোমার ঘাড়ে শক্ত দু"হাতে ধরে
বলেছিলাম বিশ্বাস করো আমায়;
মুছে যাবে অতীত দুর্দিন এর মেঘ
বর্ষার ঝরণায় কদমের মতো ফুল
একা একা ভেসে যাবে পথের ধারে !


হেমন্ত এলো, বসন্ত এলো অবিরত
শীতের উষ্ণতার খোঁজে তৃষ্ণার্ত প্রেম
অপেক্ষার পর অপেক্ষা করে ফিরে গেলো !
ফিরে গেলো রাতের অন্ধ পেঁচার ব্যর্থ শিকার !


রোজকার মতোই তোমায় গল্প শুনিয়ে—
তোমার কাঁধে কাঁধ রেখে কপোলে কপোল
কত স্বপ্নের ফোয়ারার মতো স্বপ্নধুলি উড়িয়ে
বলেছিলাম আমায় বিশ্বাস করো প্রিয়তমা !
বিশ্বাসে বিশ্বাসে ভালোবাসায় একঘেয়েমি
আসবেনা কোনদিন কোন রাতে কোন জোস্নায় !


শুধু বলেছিলাম বিশ্বাস রেখো প্রিয়তমা
একদিন সব তৃষিত আকাশ ভেঙে দিবো
দুর্দিন এর উল্কায় পুড়িয়ে দেবো ক্ষুধা !
বিশ্বাস করো প্রিয়তমা বিশ্বাস করো আমায়
ভাঙবো না মনের শিকল প্রেমোচ্ছাসে !
ভালোবেসে ধরো আমার দু'হাতের করতল
দেখবে নতুন প্রভাতে আমরাই চির সুখী !!