হাওয়ার গতিপথে শাব্দিক পরিবর্তন,
আরাধ্য ঝুম বৃষ্টিতে তাই,
নিরাপদ স্নানযাত্রা।
তোমার নিবন্ধিত দর্শনে যেমন,
আত্মজিজ্ঞাসা ছিল না;
বন্ধ্যা বীজের প্রশ্নাতিত ভালোবাসা,
সৃষ্টিশীলতা যেখানে অনুপস্থিত।
আমি তো নিশিক্ত
কাদা-মাটি-জলে খুঁজেছি আশ্রয়।
পরিত্যক্ত মঞ্চে বাঁদুর-চামচিকা
পাখিদেরই
আনাগোনা চলে,
অকস্মাৎ
নরম পারিজাত ফুলে
অস্থির ভাঙ্গা ডালে
গন্ধভাদাল লতা এলোমেলো!
আমি তো মেনেই নিয়েছি,
ছোট্ট এই জীবনে,
সব প্রশ্নের উত্তর জানার আবশ্যকতা নেই।
---------