আসব না ফিরে তোমার পথে।
আমি রইবো না আর,
তোমার মনের আনমনা ঐ বারান্দায়।


বসবো না ঘিরে ফাগুন সাথে।
আমি সাজবো না আর,
তোমার প্রাণের হাস্নুহানার সুগন্ধায়।


রাখবো না স্মৃতি মালা গেঁথে।
আমি গাইবো না আর,
তোমার গানের শ্রুতিমধুর এ সন্ধ্যায়।


জাগব না রাস জীবন রথে।
আমি বাইবো না আর,
তোমার তরীর জোয়ার ভাটায় যে মন ধায়।


বাঁধবো না সুর দোঁহার গৎ এ।
আমি ভীজবো না আর,
তোমার প্রাণের একলা চলা অলিন্দায়।


# সংগীত শিল্পী ও অধ্যাপক কালীকাপ্রসাদ ভট্টাচার্যের স্মরণে।