আজকে আর নতুন কবিতা নয় বন্ধু।
অনেক হয়েছে নিজ নিজ দেশের স্বাধীনতা দিবস উদযাপনের আবেগ।
দুই দেশ আজ জলের কল্লোলে পরাধীন!


আগামী নিজ নিজ উৎসবে জড়িত কবিরা
বাঁধন হারা প্রাণের পার্বণে মাতুন নতুন কবিতায়।
শুধু অনুরোধ ঐ বাঁধভাঙা জলের মানুষগুলোকে মনে রাখুন।
আসুন বাজেট কমিয়ে দুই দেশের ভেসে যাওয়া মানুষের পাশে দাঁড়াই আমরা।
ফেসবুকে দায় সারা পোষ্ট নয়,
পায়ে হেঁটে উৎসবের উদ্যোক্তাদের করি করজোড়ে আহ্বান:
কবির নিজের পাড়ায় পাড়ায়!