কবে যে সেই ভেসে ছিলাম মেঘলা দিনে,
হারিয়ে যাওয়া গানের কথায়, প্রাণে আমার দু-কান ভরা তান।
এক বর্ষায় ফিরে এসো তুমি আপন মনে,
ভরা শ্রাবণের হৃদয় তোমার, মেঘের কাছে দান।


ফুল ঝরিয়ে, কূল ছাপিয়ে যেতে যে হবে তোমায়,
মনে তবু আজ ভোরের আকাশ, সূর্য ওঠার সুর।
শিউলি ফুলের আলপনা এই ঘাসের পরে, পাতায় পাতায়,
পড়ে আছে পথ একলা যেথায়, পায়ে পায়ে চলে অনেক দুর।


কোন অমরাবতীর আবেশ নিয়ে এক নিমেষে,
মেঘের সাথে প্রেমিক তোমার, কথা কওয়ার এই তো অবকাশ।
আবেগে ভেসে নিরুদ্দেশে,যাবে তুমি কোন বিদেশে,
কোথায় খেলে ধানের ক্ষেতে ঝুঁকে বাদল আকাশ।


আজ বর্ষা দিনে, বৃষ্টি মনে, আমার নেশায় মাতাল শ্রবণ।
হারিয়ে পাওয়া বুকের পরে বহু যুগের প্লাবন।