পথের বিপরীতে চলেছি আমি চঞ্চল
বিশুদ্ধ অরণ্যের অন্ধকারে হারিয়ে যাওয়া ঘাসের উপমা
কেন জানিনা জীবনের মর্মার্থব্যথা প্রাণের মলিনতা
বেহিসেবী চোখের দাম।
নক্ষত্রের আলোয় ভরিয়ে বুক বিষণ্ণতা প্রহর গুনেছে বিবেকহীন পাখির দল।
আবেগী অভিনয়ের পর পাশাপাশি কাঁটাতারের বেড়া
জাহাজের মাস্তুলে দূরবীন লাগিয়ে রাখানী কেউ কথা চোখের উজ্জ্বলতায় ঘরোয়া।


আকাশের নীলচে গহ্বরে হারিয়ে যাওয়া চিরস্থায়ী বেদনা
কেউ কেউ নখের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আগামী পৃথিবীর প্রজন্মে।
পথের বিপরীতে পথ চলেছি অভিমান অনুশোচনা পুষে।।