সেকাল :


আলো জ্বালা মুম্বই শহর নীচে ফেলে চল না পৌঁছে যাই এক স্কাইস্ক্রেপারের ছাদে!
হয়তো আকাশের বেশ কাছে! - তুমি  তো এইরকম পাগলামোই ভালোবাসতে!
মুখোমুখি আজ প্রাণ ভরে শুনবো তোমার গান।


এই তো সেদিন কার কথা, তুমি  ভুবন  ভুলে গাইছিলে তালকোটরা ষ্টেডিয়ামে।
পাহাড় সমান উচ্চতা থেকে গলার আওয়াজ  নামছিল খাদে  কি ভীষণ  অবলীলায়!


ছিল একশো ঝড়ের উন্মাদনা!
বণ্য জলপ্রপাতের নিনাদ ছিল কণ্ঠে
কি অসামান্য লালিত্যে  সুর নিলে:
"শুনিয়ে!  শুনিয়ে... শুনতে ক্যহতে...."
সকল  অহল্যারা সেদিন  ফিরলো পাষাণ  থেকে প্রাণে!


স্কুলে পুজোর ছুটির সেই নীল দূপুর আর মন মাতাল হাওয়ায় ভেসে আসা তোমার গান!
যা গুনগুনিয়ে পায়ে পায়ে জীবনের শেষ প্লাটফর্ম অবধি যাওয়া যায় চলে অনায়াসে।
তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়  জীবনের  সব পাওয়া - না পাওয়া আর ভন্ডামির বাদামী  জগৎ।


জীবনের নীল নির্জন দূঃখ কে তুমি কি করে দিলে এত প্রাণময়তা!
তোমার নিজের  জীবন তো ছিল কত নিষ্ঠুর!
তবে কোথায় পেলে এই মস্তানি,এই আওয়াজ,ঐ উচ্ছাস?
জীবনের ইউনিভার্সাল ট্রুথ: তুমি কিশোর কুমার !


**********************************
একাল:


ভালোই হয়েছে তুমি দেহে নেই আর আজ!
নিবিড়  নির্বাসন থেকে ওরা তোমায় ঠিক টেনে বার করে আনতো।
রিয়েলিটি শোয়ের  জাজ্ বানিয়ে  ছাড়তোই!
তুমি তো টাকা রোজগার করতে ভালোবাসতে অনেক অনেক!
তাই তোমায় ধরে ধরে তুলতো ষ্টেজে, আমার দেখে কষ্ট হতো।
তোমার নাম নিয়ে তোমারই গান গাইতো বেসুরে কোনো চিত্রাভিনেতা, টি.আর.পি উঠত চড়চড়িয়ে!
টুইটারে হার মানতো টুইটারিং বার্ডস্!


তোষামুদে কথা বলতে বাধ্য করতো ওরা,
তোমায় মানাতো না একদম!
শেষে বাঁধতো ভীষম গোল, তুমি প্রতিবাদ করে মাইক্রোফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিতে।
কিন্তু...কিন্তু, বুক পকেটে রাখা সরবিট্রেট্ মনে করিয়ে দিত.... "হৃদরোগে রেগে যাওয়া  নিষেধ!"


মিডিয়া বাইটস্ নেওয়ার জন্য কামড়াতো তোমায়!
স্পনসর নিতো প্রতিশোধ!
ক্ষতিপূরণের মামলা  হতো তোমার বিরুদ্ধে।
খন্ডওয়ার বাড়ি হয়তো উঠতো নিলামে!


যত্নে ফেসিয়াল করা কোনো স্লীভলেস্ সোস্যাল  সাইকোলজিষ্ট মিডিয়ায়  বলতেন:
" মিঃ কুমার  ডীপ্রেশনে ভুগছেন"।
চায়ের দোকানের আড্ডায় হয়ে যেতে : "অসুখী মানুষ" সোস্যাল  মিডিয়ায়  " ফ্রাষ্টু"


তুমিই পাগলের মত চালিয়ে গেছ জীবন!
ওরা জানে না সিরিয়াস হওয়াই তো সবথেকে বড় ভন্ডামি!
ঠকবাজি তোষামুদে হতে হতে একদিন নিজের সাথেই ঠকবাজি।
এক ফোঁটা  মাল না খেয়েও তোমার  কত বদনাম!
আসলে ওরা জানত না  যে তুমি  ছিলে  জীবন  মদে মাতাল


তুমি আর এসো না কোনোদিন ফিরে এখানে,
তুমি নও,এই পৃথিবী আজ মৃত তোমার আওয়াজ শোনার।