কলেজের দিন স্বপ্ন রঙিন
ডানা মেলে উড়ে  চলুক  না
কী এসে যায় তোর হাত ধরে
যদি ওড়না উড়িয়ে চলি আমি আজ !
যা খুশি  বলে ওরা বলুক  না।


অনেক কথা নাইবা শোনার
ভান করে তোর কাছে যাওয়ার
কি যে পাগল হৃদয় আমার
তোকে আপন করে একলা পাওয়ার!


ক্যামপাস্ এর ঐ কৃষ্ণচূড়ায়
বসন্তের প্রেম কি দোল দোলায়!
উড়ূ উড়ূ মন কিসের নেশায়
ভাগ করে খাওয়া পেপসি-কোলায়!


রিম্ ঝিম্ ঝিম্ বৃষ্টির দিন
ফয়েল মোড়ানো না খাওয়া টিফিন।
কমন্ রুমের বেন্চে বসে
পিঙ্ক ফ্লয়েড কি মার্কস বা লেনিন!


পলাশের ঐ আগুন রাঙা রঙিন মন বাহার
কয় জনে যে বসত করে ভাবের ঘরে আমার
এই বয়সের এই যে মীঠাস্
সংসারে তার নেই যে আভাস


জীবন কী আর জীবন থাকে হয়ে জীবনের দলিল?
বাকি জীবন তো বয়ে বেড়ানো হয়ে জীবনের ফসিল!


কলেজের দিন স্বপ্ন  রঙিন
ডানা মেলে উড়ে চলুক না
কী এসে যায় তোর হাত ধরে
যদি ওড়না উড়িয়ে চলি আমি আজ!
যা খুশি বলে ওরা বলুক  না।