গুলিটা যখন আমার বুক ভেদ করে গেলো
আমি কষ্ট পাইনি
আমি শূন্যর দিকে যেতে যেতে
ধীরে ধীরে ফিরে বুঝলাম
অস্ত্রের ধার দেয়া দেখলাম
অস্ত্রের পেছনে পরিচিত মানুষ দেখলাম!


আমি প্রথমে কষ্ট পাইনি এতটুকু, পরে কষ্ট পেলাম
যখন তাঁকে দেখলাম, শরীরটা একটু ঝাঁকুনি দিয়ে গেলো
আমার বুকে শত শত রাউন্ড গুলি ভেদ করে গেলো।


আমি একটুও তড়্‌পালাম না!
আমি কষ্ট পেলাম, কিন্তু কাঁদলাম না।
নোনা জল পাড়ের মানুষ আমি
নোনা জল আমার চোখে চোখে
চোখ বেয়ে শরীরে নোনা জল নামে।


আমার সাগরটা ভিতরেই থাক
পরিচিত ঘাতক পালিয়ে যাক
নোনা জলের ঢেউটা বাহিরে না আসুক
ট্রিগারের পেছনের মানুষটি সুখে থাকুক।