যতই দেখেছি ততই বুঝেছি ভেতরে শূন্যতা।
জড়ায়ে জড়ায়ে সুভাস বিলায়  শুকনো বনলতা।
যতই এনেছি জড়ায়ে রেখেছি শুকনো তৃণলতা।
যতই দেখেছি ততই বুঝেছি ভেতরে শূন্যতা।
যতই হেসেছি ততই কেঁদেছি বুকের গহীনে ব্যথা।
সেথা শত আগাত করে ভাঙেনা নীরবতা।
পদ্মফুল কুড়িয়ে এনেছি শুকনো পাতা পুড়ে, জড়ায়ে জড়ায়ে গাঁথিব মালা, বিনা সূতার পরে।
কোথায় হতে খানিক পরে আসিলো বাঁশীর সুর, টানিয়া টানিয়া বাহির করিয়া আনিয়াছে বহুদূর।
শুকনো বাঁশী, শুকনো সে সুর, শুকনো  মধুরতা।
যতই ভেসেছি ততই বুঝেছি শুধুই অপূর্ণতা।
যতই দেখেছি ততই বুঝেছি ভেতরে শূন্যতা।