ভোরের বেলা
আব্দুর রহীম হাজারী


জাগিয়ে দিও আমায় তোমারা
উঠবো সকাল  বেলা,
ঘুমের ঘরে থাকব না আর
করে অবহেলা।


ভোরের হাওয়া   লাগবে গায়ে
স্ব্যাস্থ হবে ভালো,
আমার আগে  জাগবে না যে
ভোর বেলার ঐ আলো।


মৃদু হাওয়ায় হাঁটব আমি
ফজর নামাজ পড়ে,
অলসতা করে আমি
থাকব না আর ঘরে।


সুয্যি মামা জাগার আগে
জেগে উঠবো আমি,
প্রভুর হুকুম পালন করে
হবো আমি দামি।


ফজর আজান আসলে কানে
ঘুম নাহি আর হবে,
মসজিদ পানে যাব আমি
আজান হবে যবে।