শীতের পিঠা
আব্দুর রহীম হাজারী


শীতের বেলা খেজুর গাছে
হয় যে খেজুর রস,
বাংলাদেশের খেজুর রসের
আছে অনেক যস।


শীতের পিঠা খেতে মিঠা
দিয়ে খেজুর গুড়,
পিঠা তৈরির ধুম যে পড়ে
ভাপা নারকেল পুর


খেজুর গুড়ে ভাপা পিঠা
মজা করে খায়,
শীত আমেজে নতুন ধানে
খুশিতে গান গায়।


নতুন ধানে মিষ্টি পিঠা
খেতে সবার আশ,
শীত সকালে ভাই বোনেরা
বসে চুলার পাশ।


শীতের বেলা ঘরে ঘরে
পিঠা তৈরি হয়,
মিষ্টি পিঠার মিষ্টি গন্ধে
মন আনন্দে রয়।