শীত বেড়েছে


আব্দুর রহীম হাজারী


শীত বেড়েছে হু হু করে
লাগছে সবার গায়ে,
চাদর দিয়ে ঢেকে শরীর
পরে  মোজা পায়ে।


সকাল সাঝ ও রাতের বেলা
যায় না বাইরে যাওয়া,
মাঘ মাসের ঐ শীতের ঋতু
লাগে শীতল হাওয়া।


মাথায় রুমাল কানটুপি আর
পরছে আবার কভু।
শীতের কটি ব্লেজার গায়ে
শীত মানে না তবু।


সূয্যিমামা দেয় না দেখা
পায় না রোদের আলো,
হঠাৎ করে রোদ উঠিলে
লাগে অনেক ভালো।