আমার দেশের চাষি  
আব্দুর রহীম হাজারী


আমার দেশের উর্বর  মাটি
সোনার চেয়ে আরো খাটি,
সবুজ ফসল ফলে,
লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে
মাথাল খানি মাথায় দিয়ে
যায় কৃষকের দলে।


সোনার ফসল ফলায় মাঠে
সারা বেলা তারা খাটে
রোদ বৃষ্টি আর বানে
বছর শেষে হাসি ফুটে
গোলা যখন ভরে উঠে
সোনালী ঐ ধানে।


রোদে পুড়ে বৃষ্টি ভিজে
কষ্ট সহ্য করে নিজে
ফসল ফলায় চাষি,
সোনার ফসল তুলতে গিয়ে
খুশি থাকে  অল্প নিয়ে
মুখে সদা হাসি।