অজ্ঞাত বেলা


আব্দুল মান্নান মল্লিক


পদে-পদে প্রহর গুনিস
আলোর পথ চেয়ে।
মেঘে-মেঘে দিন ফুরিয়ে
সূর্য গেছে ডুবে।
সকাল হবে ভাবিস মিছে
আসবে কিনা ভোর।
ভাঙন পাড়ে ঘর বেঁধেছিস
বৃথাই জীবন তোর।
কেউ কি জানে ঘূর্ণন চাকা
থামবে কোথায় কখন।
হাঁটু-জলে মরবি ডুবে
থাকে যদি মরণ।