নীরুবালা—তোমারে দেখিনা বহুদিন
এই অন্ধকার রাইতে তোমারে মনে পড়ে খুউব
অহন আমি মরছি—
আশা করি তুমি ভালোই আছো
থাকারই কথা
কিন্তু মরণের পরও আমি শান্তিতে থাকতে পারি না
কবরের পাশে তুমি হেজাকের আলো হইয়্যা জইলা থাকো
আমার মনে কয়
চারিদিকের মাটির প্রত্যেকটা কণাই যেন তুমি
আমারে ঘিরা আছো
অথচ দেখ
আমার হাত–পা–ঠোঁট সব বান্ধা
না পারতাছি তোমারে জড়াইয়া ধরতে
না পারতেছি তোমারে চুমু খাইতে
আশে পাশের সব কবর আমার থেইকা তোমার কথা জিগায়
আমি কিছু কইতে পারি না
নীরুবালা—তুমি আমার থেইকা যেভাবে মুখ ফিরাইয়া নিলা
আমার মনে চায় আবার মরতে
নীরুবালা—তুমি কী কখনও আমার কাছে আইবা না
পাশে বইসা দুই একটা কথা কইবা না
আগেকার কথা মনে কইরা আমারে ঝাটকি দিবা না
নীরুবালা—আমার মনে চায়
দৌড়াইয়া তোমার কাছে চইলা যায়
কিন্তু আমার তো হাত–পা–ঠোঁট সব বান্ধা