আ'লী নামে লেপটে কালি -
দিলে কত নোংরা গালি,
পতিতা-নসল রক্ত-গোসল
করলে মেরে হাজার-সাহাবী।

সাহাবিয়াতের ইজ্জৎ নিলে,
নবীর নকশার ভাঙ্গলে কাবা।
তবুও কেন উম্মতেরা
মানছে তোমায় তাদের বাবা?


আ'লীর দলে জালি-মুমিন!
তিন খলীফার দলে কারা?
সাদা-কালো পাগড়ী ছাড়া
সবার দেখি এক চেহারা।


গোত্রের আগে রক্তের বাঁধন,
নবীর নসল পবিত্র।
আহলে বাইতের ধ্বংসকারী
কেমনে পেলে নেতৃত্ব?


হাজার কথার গল্প ফেঁদে -
ওয়াজ-বয়ানে কেঁদে কেঁদে
এজীদকে কর মহীয়ান?
পষ্ট দেখি মানবদেহে
বাস করে সেই শয়তান।


আ'লী ওলী নবী-নসল
মা ফাতেমার স্বামী;
খোদার পরে, নবীর পরে,
তাঁদের ভৃত্য আমি!