তারাই সব
আব্দুল আহাদ


দ্যুলোক-ভূলোক লড়ুক তারা গণতন্ত্রের পিছে,
পদ আঙ্খাকাতে মরুক-মারুক দুঃখ নাহি তাতে।।


দল দ্বন্দ্ব আরাম-হারাম আমজনতার সব নিয়াছে কেড়ে।
মহারাজ  সকল পাপের প্রায়াশ্চিত্তা করে ঐ সকল কর্মী চামচার।


তারা আবার সাচ্ছন্দ্যে বসে পাঞ্চায়ত থেকে পার্লামেন্টে।
চারিদিকে ভাম্পার নেতা-নেত্রী হচ্ছে সর্বদার।


কুলিমজুর সবের আছে দল তাইতো তারা
আম জনতার ভাগ্য করিতে পারে অচল।


কতকার দাবী তার তাই অচল করে রাষ্ট্র সবার।
কেহ ধোলা কেহ ফুৎকার, ঘোলা জলের মৎস শিকার


তোমরা কারা সর্বজনতা দল ? জাননা!
আমরাই নেতা আমরাই বুর্জোয়া সকল দরজার চাবি।
তাইতো সকল দাঙ্গা হাঙ্গামার মালিক দলান্ধ কর্তা।