মোদের চাওয়া
আজ সব চাই চাই খাই খাই,
দুঃসময়ে কেউ কারো নাই।
কর্মী চায় নেতৃত্ব, নেতা চায় সার্বভৌম।
ধনী চায় ধনত্ব, দুস্থ চায় মহাজনি।
মূর্খ চায় বাদশাহি, চোর হতে চায় বৈরাগী।
ভদ্রা বেসে মুখোশ পরে করতে চায় রাজনৈতি।
মোল্লা চাহে ফতোয়াবাজী, ইমাম চাহে দাওয়াত।
প্রেম চাহে যৌনতা, সংস্কৃতির নামে অশ্লীলতা।
নারী চায় ভিনদেশী সিরিয়াল,বালক চায় পর্ণ।
মেয়ে চায় প্রেম, ছেলে চায় যৈৗনতা ।
পুরুষ চায় পুর্ণতা, বেকার চায় কর্মসংস্থান ।
রাজা চায় প্রণাম, প্রজা চায় ন্যায়পরায়নতা।
নদী চায় দখলহীন গতি, কৃষক চায় পলি ভরা জল।
অধ্যায়নহীন ছাত্র চায় গোল্ডেন স্টার, পুলিশ চায় ঘুষ।
মোরা চাই মানসিকতার পরিবর্তন,স্নেহ মায়া মমতা।
(সংক্ষিপ্ত)