নেই অভিমান
আব্দুল আহাদ
যখন তুমি আসবে না জানি,
আমি আর কিবা করিতে পারি,
তারা দেখে কাটিয়ে দিব রাত্রি নিশি,,,
হাজার স্মৃতি দেখে দেখে কাঠাই নির্ঘুম রাত্রি,
তবু বুঝিতে দিবনা আমি অভিমান করেছি,
বল ! কেমনে বলি তুমি মোর পূর্ণিমারশশী,
তুমি মোর শান্ত নদীর জোয়ার পুষ্পের ভ্রমরা ।
তুমি মোর উষ্ণনতার শীতলপাটি পাজরের অংশ,
তুমি মোর পোষাক, আমি ইজ্জতের রক্ষী ।
তইতু মন্দ লোকের যৌন দৃষ্টি আমি হই হিংস্র রক্ষী,
জান, কত অভিমান তোমার মিষ্টিমুখে করে ম্লান ।
দেখিলে দুনয়নে তন্দ্রা নিদ্রা চলে যায় বহু দূরে ,
কতশত স্বপ্ন আসা নিয়ে অর্ন্তরের স্পন্দনে তুমি ।
আমি কি ভুল করেছি, না না হৃদয়ের স্পন্দনে তুমি ।
তোমার দুষ্টমী ফিরিয়ে দে, বল্যকালের স্বর্ণালি দিবষ গোলি ।
শত কাটা শত বাধাঁ হাসি মুখে তুমিই মোর ভালবাসা ।।