জ্ঞানী জন প্রতিভাবান সমাদর করে সর্বজন,
স্নেহময় প্রতিভার তরে ঈশ্বরের আপনজন।
দেখিলাম কাল গর্বে পিপাসী নাহি পাঠ্য ধ্যানে।
তন্ত্রেমন্ত্রে পিপাসী নরনারী সদ্য প্রেম ধ্যানে।
প্রজ্ঞা যে বিরাট ধন কুড়িতে আছে কয় জন!
লোভী মহিমা রতন কুড়িতেছ অভাগা সর্ব জন।
হিতাসী নূরে ধ্যান সন্ধানে যাবেনা ঐ পার্শ্বচরে।
হিতাসী নরে সন্ধান করে ঐ দূর অরন্যের চরে চরে।
জোয়ারি দেবে মুক্তা আনি দুই হাত পেতে আছি।
হুজুর দেবে মুক্তির বানী দুকান পেতে আছি।
মহাজন করিয়া চুরি মজুদ করে তাহারী ভাণ্ডার!
মহাপ্রজ্ঞাতে করিতেছ রেনেসাঁ পশ্চিমদিকে কল্যাণীর ডানা।
ক্ষুদা অজ্ঞে শকুন লড়াই বাদিয়া ফেলিছে মুসিলম মাঠে।
দারুনপ্রজ্ঞে খেঁকশিয়ালি জুড়ি নিতেছে গর্ত মুখে।
মহা অট্রালিকা মহাসমারুহ ধ্বঃস হবে অল্প টর্নেডো।
প্রজ্ঞার ক্ষুদ্র ভীত নড়িবে না মহা টর্নেডো।
মহাধ্যনান্তে মহাপ্রলয়ে শক্ত বলয়ে আর্দশ ধরাতে,
নিমিষে মহাপ্রলয়, জৌলুসে আহমদ মাসী বৌদ্ধি ধরায়।
বিজ্ঞ আস্তিক নাস্তিক সোয়াল করিও না কখন।
ভান্ডারে আছে মহাধন কুড়িয়া লও সর্বজন ।
ক্ষনিকে স্নেহ পায় কয়জন আড়ালে আদরে রতন।
প্রজ্ঞা যে মাহাধন ক্ষনে ক্ষনে টের পায় জ্ঞানীজন ।
রব জানে কল্যান আছে কোন খানে ইক্বরা বলে পারম্ভে ।
জ্ঞানী জন অমর থাকিবে যুগের আর্বতন ।
(পরম শ্রদ্ধে বাংলার স্যারের সাথে আলাপের সারমর্ম)