“ব্যাধি”
আব্দুল আহাদ
এক মরণ ব্যাধি জড়িয়ে ধরতে পারে নবতরী,
পশ্চিমা কাল ধোয়া, নিভিয়ে প্রদীপ নবতরী।
দক্ষিণা হাওয়া বর্জে আসি, ধরেছে মোর কুড়ে ঘরে,
শহর-নগর গুরাস্তান মুমূর্ষু আঘাতে, এমনকি কুড়ে ঘরে।
কোন সে, আনাচেকানাচে, ছিদ্রপথে সেলফি উঠাতে,
শিরর্ধারয্য পশু বিকৃত যৌনকর্মে সেলফি উঠাতে।
গুরুজনের মৃত দেহে বঙ্গে কনে কনে মাতাল সর্বাঙ্গণে,
বাস ট্রেন লঞ্চ উর্ধ্ব গগনে, আশা আছে ধরনির সর্বাঙ্গণে।
হিংস্র জলজ কিংবা স্থলজ প্রানির বিরহী কননে!
এ কেমন বিকৃতি, বুড়া-বুড়ি নবজাত দম্পতি,
দোলনার দোলা, মুয়াজ্জিনের কর্মস্থলে, মাঠেঘাটে
ব্যস্ত ব্যস্ত সবই সেলফি তুলিতে।।


যাহার প্রান কেড়েছে ট্রেনের কাটা;
যাহার কবর হিংস্র প্রানীর ভক্ষ তলে;
বিষাক্ত বিশের কাটা প্রান নিল কেড়ে;
যার গুরুস্তান মহাঅট্রালিকা পাদদেশে;
যে ছিটকা পড়ল উড়োজাহাজ থেকে;
যে পৃষ্ট হল মহাসড়কে;
খরস্রোতা নদের জল কেড়ে নিল শান্ত প্রান;
যে পাহাড়ের শৃঙ্গ কেড়ে নিল মানব প্রান;
যে নিরব হৃদ হল সহস্র মানবের গুরুস্তান।।
এসব কি অপমৃত্যু না না না
মহা পাপিষ্ঠের আত্মহত্যা!!


যে কোড়ে ঘরের আগুন কেড়েছে নিরীহ প্রানকে;
যে দ্বন্দে লাঠিয়াল বাহিনী লড়াই বাধিয়েছে গ্রামগঞ্জে;
যে অপসংস্কৃতি নিয়াছে আমার বাউলের আসর কাড়ি;
যে সিরিয়াল কত তরুনীর প্রান নিছে কাড়ি,
কতশত সময় নিতেছে কাড়ি আমার মা বোনেরই;
কতশত ঝগড়া বিবাদ বাধাইয়াছে গ্রামেগঞ্জে;
এসব কি অপমৃত্যু না না না
মহা পাপিষ্ঠের আত্মহত্যা।।


কাক শালিক সবাই সারিসারি;
আসিয়াছেন হলদে পাখি;
শিকারি ঈগল চিল বাজ পাখি ও দেখি;
সুন্দরি ময়ূর হলদে তারাও আসিয়াছে দেখি;
হেসে হেসে টুনটুনি কয় টুকিটুকি;
মহারাজ মহারাণী কেন? আসিলেন আপনারাই?
হাসিয়া কহিলেন জাহাআপনা, নির্বাচন শীঘ্রই!!
যাহা ইচ্ছে করিতে পার পুন্যেপ্রায়াশ্চিত্তা।।
লুটনের গনতন্ত্র হবে প্রতিষ্ঠা।।
র্ধম বর্ণ লাজ-লজ্জা পশ্চিমা হাওয়া নিয়েছে কাড়ি;
শহর-নগর কিংবা গ্রামেগঞ্জে ডুকিয়াছে কাল ধোঁয়া;
কাক; হজমকরি সকল কথা!!
আমি কাক, তবুও যত্রতত্র ডুকাইনা মাথা।।
03/11/2016