রুশ বিপ্লবের আগে পরে-পার্ট 0১
আব্দুল আহাদ
অগ্নি ঘোড়ার বজ্র খুরে পদদলিত মামলুকে জার!
দাউদাউ বিপ্লবী স্ফুলিঙ্গ মস্কো হতে সর্বত্র রাশিয়া।
আশাহত অর্ধ দুনিয়া মুক্তির সুবাতাস গর্তে জারেরা।
দিগদিগন্তে আন্দদ উল্লাসে আজ বুঝি মুক্ত মোরা।
হিমশীতল বরফ বৃহঃ জলরাশি পাহাড় পর্বতমালা,
সর্বত্র উষ্ণ মৌসুমি মহা আনন্দ বলশেভিক বিপ্লবে,
সার্থক রক্তের ঝরনাধারা রক্তিম হাসি ভরা বিজয়ে।
চারদিকে দাসত্ব মুক্ত মসনদে শোষক শ্রমিকরা,
বুক ভরা আশা ঝরেছে সকল হৃদয় ক্ষত বেদনা।
ভুলিয়াছি ক্ষত রাজতন্ত্রের, এখনি সুশাসনে পালা।
বিপ্লবী চেতানা আফ্রিকা লাতিন কিংবা ইউরেশিয়া।
সবই নতুন মন্ত্রে দেশ-দেশান্তরে স্ফুলিঙ্গ নিছে ডাকিয়া।
দৈব্য শক্তির মহারাজা পূজা-অর্চনাতে সিক্ত লেনিনরা,
দৈব্য বার্তার শিরোমণি হামদে পরিপূর্ণ মার্কসবাদীরা।