--------------------------মোঃ মিজানুর রহমান খান


ঝুল বারান্দায় দাড়িয়ে কবি হতে পারো,
গ্রীল গলে হাত বাড়ালে জীবন ছোঁয়া যায়
যেথায় শূণ্যতা হামাগুড়ি খায় দিবানিশি।


পরকীয়া বৃষ্টির ছিটেফোটারা লাগে গালে
মাঝে ক্যাকটাস তার বিষন্ন মিছিল চলে,
হু হু হাওয়ারা দোল খায় কবিতার জলসায়।


জোছনার লুকোচরি চলে আড়ালে আবডালে
কবি হতে চাও,হতেই পারো ঝুল বারান্দায় ।
ঝাঁঝালো মসলার ঘ্রাণ পাবে,বসে এ বেলায় !


তিন বাই পাঁচ ফুট বারান্দায় স্বপ্নগুলো সমান ,
হাবিজাবি ভরা জঞ্জাল কোনে,ছোট হয় পৃথিবী
মাকড়শা বসে জালবুনে কোনে,সৃষ্টি ছড়ায়            
প্র্রেরণার আসর ছড়িয়ে বসে ঝুল বারান্দায়


ধীরে ধীরে স্বপ্নরা ভাগাভাগি হয়ে যায়,
আমি শুধু ভাবি-জায়গা যে দখল সবার।
চুরি হয় মাঝে সাঝে আসরের কত কাব্য
হারায় শূণ্যতা ঝুল বারান্দার ঘেরাটোপে।


ছোট হতে হতে পৃথিবী স্বপ্নের দিনগুনে
এত ছোট্ট আয়তনে স্বপ্ন লিখি স্বপ্ন দেখি।
ভালোবেসে কবি হতে পারো বারান্দায় ।



সময়কাল-রাত ১.৩০,এ.এম. ২৩/৬/২০১৭
আষাঢ়/২০১৭: স্থান -জানা নাই ।