প্রতিদিন প্রতিক্ষণ ঘটে চলেছে স্বপ্নের মৃত্যু
জীবিত স্বপ্নেরা আছে দুশ্চিন্তায়
আমার কাছে এসেছে বিচার নিয়ে
ভুগছে তারা চরম নিরাপত্তাহীনতায় ।


না না এভাবে আর চলেনা
এর একটা বিহিত চাই-করতে হবে
রাজনীতিক আমি-বরাবরের মত দেই আশ্বাস
পূরণ করবো প্রতিটি স্বপ্ন-সত্যি হবে সবে ।


লাশেদের ময়নাতদন্তে খুনের প্রমাণ
স্বাভাবিক মৃত্যু নয়,এ যে হত্যা
নাহ আর চুপ থাকা যায় না
এভাবে বিলিয়ে দিতে পারিনা স্বীয় সত্তা ।


স্বপ্নের লাশ কাঁধে নিয়ে স্বপ্নের মিছিল
খুনের প্রতিবাদে সোচ্চার স্বপ্নেরা
প্রশ্ন -এরাতো ছিলোনা অলীক,অযৌক্তিক
কেন তবে এদের এইভাবে মারা ?


মিছিলে লাঠিচার্জ স্বৈরাচারী মস্তিষ্কের
ছত্রভঙ্গে অসহায় স্বপ্নেরা এদিক ওদিক
দাবি তাদের ছিলোনা হাজারটা
শুধু চেয়েছিল বাস্তবায়নের আশ্বাস ঠিক ঠিক ।


উপায়ান্তর না দেখে বৈঠকে বসা
মস্তিষ্ক শান্তি চুক্তির প্রস্তাব দেয়
অপরাধ গুরুতর-শুরুতেই নাকি করেছি ভুল
মধ্যবিত্তের স্বপ্ন রাখতে নেই,এটাই অন্যায় ।


হয়ে গেল মস্তিষ্কের সাথে চুক্তিতে সাক্ষর
আমার স্বপ্নেরা চাইবেনা আর বাস্তবায়নের দাবি
বিজ্ঞ সময় সাক্ষী সবেরই-মুচকি হেসে বলে
স্বপ্নের আর দিস না জন্ম,তবেই সুখি হবি ।