ভেবে দেখেছ কি লাবণ্য?
সবাই কেন প্রেমিক হয়না
কেন কিছু লোক অগোছালো
কেনই বা স্বভাবে বন্য?
তোমরা বল এরা অমানুষ
এদের অনুপস্থিতিতেই নাকি সমাজের শ্রী-
এদের থাকা না থাকাতে কারই বা কি আসে যায়,
এরা বরং লোকালয় থেকে হারিয়ে যাক।
কিসের জন্য আজ এরা বন্য
কখনো কি ভেবে দেখেছ লাবণ্য?


লাবণ্য,এরা কেন এত অলস হয়?
একশ-আটটি নীল পদ্ম খোঁজায়
এদের কেন এত অনীহা?
তোমরা বল এরা নিষ্ঠুর
বৈশাখ-ফাল্গুনে ভালোবাসার শুভেচ্ছা নিয়ে-
কখনো কারো দরজায় কড়া নাড়েনা,
এরা ধ্বংস হোক ফুরিয়ে যাক।
ভালোবাসায় এদের কেন এত কার্পণ্য
কখনো কি ভেবে দেখেছ লাবণ্য?


লাবণ্য,এরা কিভাবে এত অন্ধ হয়?
তাজমহলে কেন ইট পাথর খোঁজে
প্রেম কেন চোখে পড়েনা?
তোমরা বল এরা জড়
প্রেমের কবিতা কেন মনে দোলা দেয়না-
ফেরিওলার চিৎকারে ছন্দ খোঁজার চেষ্টা করে,
এরা বরং পাগলই হয়ে যাক।
এদের প্রেম জ্ঞান কেন এত নগণ্য
কখনো কি ভেবে দেখেছ লাবণ্য?


লাবণ্য, এরা কেন এত ভীতু হয়?
একসাথে চলতে কিসের এত ভয়
এরা কেন সঙ্গী হয়না?
তোমরা বল এরা উদ্ভট
কি সব বলে “গালফ অফ আলাস্কা’’-
কোথায় নাকি দুই সাগর মিশেও মিশেনা,
এরা বরং ভূগোল নিয়েই থাক।
এরা কেন এত নিঃসঙ্গ
কখনো কি ভেবে দেখেছ লাবণ্য?


লাবণ্য,এরা কেন রাত জাগে?
কই কোন প্রেমের কবিতা তো লেখেনি কোনদিন
এরা কেন কবি হয়না?
তোমরা বল এরা জীবন্মৃত
সিগারেট নাকি এদের পোড়ায় না-
জীবন এদের পুড়িয়ে মারে,
এরা বরং মরেই যাক ।
এদের জীবন কেন এত বিষণ্ণ
কখনো কি ভেবে দেখেছ লাবণ্য??


(ঢাকা ২৭ মে ২০১৭,রাত ২:৩০)