ও দেশ তোমায় আমি কত ভালবাসি,
ফুল-ফল-পাতা আছে মিশে মোর হাত।
খালি গায়ে ধুলাবালি মেখে আমি হাঁসি,
হাঁসি মুখে মিশে যাব এ মাটির সাথ।
মাগো তুমি তোমা হাতে খাওয়ালে ভাত,
তোমারই হাঁসি মুখ দেখে আমি হাঁসি।
তোমার মুখের ভাষা সারা বিশ্বমাত,
শুনে আমি চোখেমুখে সেই গর্বে ভাসি।


প্রবাসে কাটিয়ে বেলা; সেই সূর্যোদয়,
আর সে না হয় দেখা ঘুম শেষ হলে।
ভুল হলে মাফ কর নিজ ছেলে বলে,
ছুটে পিছু মরীচিকা দিন চলে যায়।
ভুলব না কভু তোমা, প্রিয় বাংলাদেশ।
যেথা মোর বেড়ে ওঠা সেথা হব শেষ।।