সাবানের বাঁকা চাঁদ ওই দেখা যায়।
আজ পড় তারাবিহ, কাল রাখ রোযা।
ইফতার-সেহরিতে,
ভরপুর রহমতে,
এটা মহা মালিকের
সেরা এক দান।
এলো মোবারক মাস,
মাহে রমযান।


অনাহারে দিন যায় মাস হয় পার,
রোযা রেখে যায় যারা বছর বছর।
যাকাত-ফিতরা যত,
যাদের রয়েছে শত,
গরিব-দুঃখীর মাঝে
কর সব দান।
রহমের মাস হল
মাহে রমযান।


যাদের কবরে সাজা আছে চলমান,
হয় না তাদের সাজা শুধু এই মাসে।
শান্তিতে থাক তারা,
আছে এ দশায় যারা,
রহম করেন খোদা
তিনি সুমহান।
মাগফিরাতের মাস
মাহে রমযান।


তোমার রবের নামে পড় তার বাণী।
জানবে নিজেকে তুমি, চিনবে ভুবন।
সরল-সঠিক পথ,
আছে যত মতামত,
মেনে যাবে যেই জন
পাবে সম্মান।
কুরানের মাস এই
মাহে রমযান।


শব-এ কদর আছে যার হবে দাম,
হাজার মাসের থেকে অতি উত্তম।
সেই রাত পেল যেই,
পুণ্যবান হল সেই,
পাপ হয়ে গেল যার
পাহাড় সমান।
গোনাহ মাফের মাস
মাহে রমযান।


কাঁদছ কি ভাই তুমি গোনাহের ভারে?
মাফ হয়ে যাবে সব জীবনের তরে।
দোয়া কর হাত তুলে,
যত লাজ সব ভুলে,
ক্ষমা করে দিবে খোদা
তিনি রহমান।
নাজাতের মাস এই
মাহে রমযান।