তুমি কারো পাণ্ডুলিপি, তুমি-ই কারো ঘর-
কার কানেতে বিধলো গিয়ে তোমার মধুর স্বর?
তুমি সান্ধ্যকালীন স্বামীপুঁজো, তুলসী তলার আগ
তুমি প্রাতকালে বেজে ওঠা বীণার তারে রাগ।
তুমি স্নানাবশেষ পিঠের কোলে ভিজে পড়া চুল,
তুমি আড়চোখে কারো চেয়ে দেখা মস্ত বড়ো ভুল!
তুমি পথের ধারে বখাটেদের শীষে জাগা লাজ
তুমি ঘরের কোণের এই অবসরের হাতে জমা কাজ।
তুমি ধুলোয় মলিন বদনখানির সান্ত্বনার সুখ-হাসি
তুমি কষ্টে ভেজা অশ্রুজলের দু:খের করুণ বাঁশি।
তুমি কদমফুলের অপেক্ষাতে শরত ফেলে আসা
তুমি যুবক মনে লুকিয়ে থাকা অগাধ ভালোবাসা।
তুমি হাত পাখা আর ব্যস্ত সেবায় ক্লান্ত ঘামের ঘ্রাণ,
তুমি ঘরে ফেরা হতাশ মনের নতুন আহ্বান।
তুমি নারী বলেই এতো গুণ আর রহস্যতে ঘেরা
তুমি নারী বলেই বারে বারে তোমার টানে ফেরা।