রাস্তার দুধারে বৃষ্টির ছিচকে জলের ওড়াওড়ি
তবুও কারো শ্রান্ত দেহ ফুটপাথ দখল করে
ওরা মানুষ, তবুও ওরা প্রশ্ন করে-
আমরা এখানে পড়ে কেন?
আমরা কি মানুষ নই?


কেউ হয়তো অগোচরেই মনের অজান্তে উত্তর দেয়-
হ্যা! তোরা মানুষ, আমাদের মতো নয়।
তোদের বাঁচার অধিকার নিতান্তই পথের ধুলোয় বন্দী।


তবুও ওরা হাসে
নতুন একটা ভোরের অপেক্ষা করে, আবার নতুন যুদ্ধের।
ওরা বাঁচার স্বপ্ন দেখে, প্রস্তুতি নেয় খাবার চিনিয়ে নেয়ার।


বৃষ্টিরা তাদের গতিপথ হারায়-
ওদের গা ভিজিয়ে দেয়, ওরা তবুও চিন্তায় আঁখি বন্ধ করে
নতুন পবিত্রতায় হারিয়ে যায়।


ওদের রাত কেটে নতুন দিন আসে,
আবার শুরু হয় আগামীর পথ-
ওরা জীবনের পথে দৌড়ায় আর অনিশ্চিত ভবিষ্যতের প্রহর গুণে.....।