ছেলেটা ভ্যা ভ্যা করে কাঁদে,
মলিন গেঞ্জির হাতায় বারে বারে মুছে নাকের পানি।
সড়ক ধরে দৌড়ায় একটা মলিন পাঞ্জাবি,
হাতে দশ টাকার ছেঁড়া নোট।


খানিক পর—
হল্লা করে ভিড় জমায় মানুষের ছানারা
রক্তমাখা তোবড়ানো পাঞ্জাবি ঘিরে।
সড়কে পড়ে থাকে কয়েকদিনের বাসি রুটি,
ফিতে ছোটা স্যান্ডেল আর ছিটকে পড়া রক্ত।


ছেলেটা ভ্যা ভ্যা করে কাঁদে,
সড়কে পড়ে থাকে কয়েকদিনের বাসি রুটি
আর রক্তমাখা তোবড়ানো পাঞ্জাবি।