আমার মাথায় চার লাইনের কবিতা এসে ভর করে
আমি তারে ভাষায় প্রকাশ করতে পারি না,
আমার চোখে নিশিজাগা এসে ভর করে
আমি তারে অবজ্ঞা করতে পারিনা,
এমন করে কতো কিছু এসে ভর করে-
আমার রাত কেড়ে নেয়, দিন কেড়ে নেয়,
আমি খালি আমারে স্বান্ত্বনা দিই
স্বান্ত্বনা পাওয়ার সময়টুকু শুধু ভর করে না।


এমন করে আমি কবে লোপ পেয়ে যাই
আমার বোধ এসে আমার উপর ভর করেনা,
আমি কখন আমারে হারিয়ে ফেলি
খুঁজে পাওয়া এসে আমার উপর ভর করে না।
সময় থমকানো সময় পার করি আমি
তারে চলমান করা এসে ভর করে না,
অবশেষে সব ফুরিয়ে যায়
শ্বাস-প্রশ্বাস এসে আর ভর করে না।