নিঃস্ব আমি সব হারিয়ে, গর্ব করার নেই তো কিছু আর,
আমি কেবল প্রহর গুণি চোখ না মুদে রাত্রি পোহাবার-
ঊষার আলোয় খুলবো হিসেব খাতা
হাটের সদাই এখন শুধু অল্প কিছু ব্যাথা।
আমি কেবল পিছপা হাটি অনিচ্ছাতেই বেশ
সঞ্চয় আমার ছিল যা তা সবি তো তার শেষ।
এখন আমি ভয়ে ভয়েই মরি
সব খুইয়ে পাপের কথাই স্মরি।
আশার আলো দেখছি না তো আর
আমি কেবল প্রহর গুণি রাত্রি পোহাবার-
বাধার পাহাড় উপড়ে ফেলে সবাই যখন এক'পা-দু'পা হাটে
তখন আমি লোক লজ্জার মাথা খেয়ে মুখ থুবরে পড়ে থাকি বাটে।
অনেক পাপের পাপী আমি, এখন আমার কাঁধে অনেক ভার
তবুও আমি আলো খুঁজি, হন্যে হয়ে প্রহর গুণি রাত্রি পোহাবার।
আমার এখন কঠিন হৃদয়, নেত্রবারি ঝরে না তো আর
তবুও আমি খুঁজে-ফিরি মহান রবের ক্ষমার উপহার।