বৃষ্টি!
নভেম্বর মাস কিংবা তার অদূরে লেপ্টে থাকা সময়
এক রাশ ঠান্ডা কিংবা শীতলতার ছোট ছোট বিস্ময়
ভালো লাগা একটু সময়, এক ফোটা শিশিরে আটকায়
আড়ালে ম্লান হাসি; সূয‌্যি টা ও বিষাদে জড়ায়।


বৃষ্টি!
হেসে থাকা কিংবা ভাবুকতা থেকে একটু দূরে
ডাকছে আমায়! না হয় তোমায় রিমঝিম সুরে
কাঁদার অবকাশ দিলো হয়তো, এটাই কি মনে হয়?
তাই তো বৃষ্টি দেখি আর থাকি অপেক্ষায়.....


বৃষ্টি!
ঘুমের ঘোরে কিংবা এক কাপ চায়ের চুমুকে
অনেক টাই আরামের আর একটু সুখ সুখে
তাই থাকি বারান্দায়, হয়তো চায়ের স্টলে
বসে দেখি শুকনো মাটি বদলায় কাদা জমা স্থলে।


বৃষ্টি!
ধুলো উড়া কিছুক্ষণ; তারপর ই শান্ত একেবারে সব
একাধারে ঝুম ঝুম, যেন শিল্পীর যন্ত্রে আঁকা কোন রব
যেন হাতে রেখে খাওয়া খোসা ছড়ানো বাদাম
হাতের মুঠোয় সময় আটকে থাকার সমস্ত উদ্দম।


বৃষ্টি!
স্মৃতি হয়ে থাকা কিংবা ডায়েরীতে জমা দুটো কালো চয়ন
কল্পনায় হারিয়ে যাওয়া কিংবা উদাস দুটি নয়ন
ভালো লাগা, খারাপ লাগা সব ই মিশে একাকার
তবুও বৃষ্টি চাই, চাওয়াটাই ভালো লাগে আমার।