হায়রে বাঙ্গালী......
হয়ে কাঙ্গালী....
পরের মতো,
বাঁচবি কতো?


চেয়ে দেখ তোর আশেপাশে
মরা লাশ আর কত ক্ষত;


নিজেকে সিকেয় তুলে দিয়ে
কাক হয়ে কেন বাঁচিস?
ঈগল যে তুই , জানিস না হায়
বন্দী হয়ে কেন আছিস?


ধনী লোকের পায়ের নিচে
থাকবো না আর আমরা পিঁসে;
এবার হবে জাগতে মোদের
দিন এসেছে দ্বারের কাছে।


গর্জে ওঠো সিংহের মতো
অধিকার নাও আদায় করে,
অনেক হলো শাসন শোষন
বাঁচবো নিজের মতো করে।


উৎসর্গঃ আমার মতো শত কোটি সংগ্রামী যুবক আর পথশিশুদের.....