কবিতা নয় কিংবা কবি নয়, যদি আলোচ্য বিষয় হয়ে দাড়ায় শব্দগুলো। তাহলে কার বিচারে কি আসে যায়। আমি জানি তাহলে ছন্দ কিন্তু তার নিজস্বতা হারিয়ে ফেলবে...হারিয়ে ফেলবে তার মাধুর্যতা...


আমরা কবিতা কি শুধু মুখস্ত করার জন্য পড়ি। যদি তা করে থাকি, তাহলে আমাদের কবিতার কোলঘেষা উচিৎ নয়। কারণ কবিতা মানে কিছু সুখ, কিছু অনুভূতি, কিছু দুঃখ, নিজেকে অন্যের মাঝে হারিয়ে দেয়ার অন‌্যতম পন্থা।


কবির অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে কবিতা। কবির মনের ভাষা, আবেগের বহঃপ্রকাশ হচ্ছে কবিতা। কবির ভালোবাসার ফল হচ্ছে কবিতা।


সুতরাং কবি ও কবিতা এক মালার দু'টো ফুল।।।।।