আজি বসন্ত সাজ,হৃদয় মোহিত
শিশির ঝরানো ঘাস,লতা-পাতা
পাখির কিচিরমিচির ধ্বনি
দু-একটা ঘাসফুল ফুটেছে ঝোপে।


একমুঠো রোদ,একরাশ নীল
জল পুকুরে মাথা তুলেছে কয়টা পদ্ম ফুল
সোনালি সকাল, রূপালী শিশির
পাখিরা ডাকেছ তাদের খোপে।


কিছু ফুলপরী গান গেয়ে আজ
বরণ করিবে বসন্ত,
রমণীর সাজে সাজবে ধরা
ফুলে ফুলে সজ্জিত।


নতুন ঋতু নতুন শোভা
হরেক ফুলের ঘ্রাণে
ঘোমটা খুলে রূপের মোহ
দেখাতে খুব লজ্জিত।


উৎসর্গঃ সবার বাসন্তী কে.........