বৃষ্টিরা ছন্দ ছড়ায় অসময়ে আজ মনে
বিজলী চমকায় আচমকাতেই এইতো ক্ষণে ক্ষণে
বাহির যেমন এক এক করে বৃষ্টি ফোটা দেখে
তেমনি করে ভিতরটাও শ্রাবণ-ছবি আঁকে।


একটু করে ঝড়ো হাওয়া বাড়তে শুধুই থাকে
কপাট খোলে বারে বারে মন জানালার বাঁকে
ঝড় বহানোর প্রকৃতি দুচোখে যায় দেখা
মনের কোণে ঝড় হলে শান্ত থাকি একা।


দিনের আলো, সূর্য ঢাকা মেঘের আড়াল মাঝে
পাখির ঘরে ফেরা দেখি সূর্য ডোবার সাঁঝে
তেমনি করে ডুবে যদি মনের কোণের রবি
কে বা দেখে পরখ করে এমন করুণ ছবি।


এভাবেই হয় জীবন চলা না দেখানোর মাঝে
বাহিরে দেখি শত মানুষ শত রকম সাঝে
কার মনেতে চলে কখন কোন রঙেরও মেলা
না পারে হায় বুঝতে অবুঝ আজিব জীবন খেলা।