কোলাহোল যেন কাকের ডানা ঝাপটানোর মতো শব্দ করে
এপাশ ওপাশ ওড়ে; চারদিকে তাকিয়ে মনে হতে থাকে এ যেন জনাকীর্ণ গোরস্থান।
দুই কালো কাকের প্রেমালাপ জমে ক্ষীর হয়ে ওঠে তার মাঝে..
যেন তাদের কথায় জড়তা নেই, লজ্জা নেই- না মোটেও লজ্জা নেই।
হঠাৎ সব শব্দ ছাপিয়ে ডাল-পালায় নামে নিসঙ্গ নীরবতা,
হেলিকপ্টারের বর্বর শব্দ ভেসে আসে দূর থেকে কানে,
দু'চারটা করে বাড়তে থাকে নীড়ে ফেরা পাখিদের গল্প
মনে হয় উল্লাসে ফেটে পড়া কোনো স্বর্গীয় উদ্যান।
ধীর লয়ে পশ্চিমের আকাশ লাল করে নেমে আসে মাগরিব,
আজানের শব্দ ভেসে আসে মধুর কণ্ঠে...
আমি বিমুগ্ধ হই
আমি স্রষ্টাকে ভালোবাসতে চলে যাই পবিত্র ঘরের টানে।