আমার তপ্ত দুপুর বালুরাশি
তোমায় মনে পড়ার দিন,
আমার উদাস দুপুর একলা ভীষন
তোমার হিসেব খাতার ঋণ।


আমার তৃষ্ণা জমা বুকের ভিতর
তোমার অনেক স্মৃতি,
আমার বুকের ভিতর এফোঁড়-ওফোঁড়
শুধু তোমারই রাজনীতি।


একলা আমি, আমার মাঝে
সবটুকুতেই তুমি,
আমার কাব্য লেখার শব্দফসল
তুমিই হলে ভূমি।


আমার দূরে থাকা তোমার থেকে
স্মৃতির কাতরতা
দূরে থাকার বিষাদ বিশাল
অনেক টুকরো ব্যাথা।


* প্রিয়তমাকে মিস করে... (ময়মনসিংহ, টাউনহল প্রাঙ্গণ; সেপ্টেম্বর ২০২২)