নিতান্তই কম ইচ্ছেসম্পন্না রমণীর
বাগদত্তা হয়ে আরো কিছু সুখযাপন,
কিন্তু নেত্র উচ্চবিলাস খুঁজে-
আঁড়চোখে প্রায়শই লক্ষ্য করে বিলাসীর অন্তঃকাঁপন।
এ..তো মন আর দৃষ্টির কথায়,
ক্ষান্ত হওয়া নয়,ছারপোকার চুম্বনে
কাষ্ঠ-উষ্ণ শয়নে সুখনিদ্রা
আর জীবনের নতুন গল্পের স্বপনে-
আরও কিছু সময় হাত বাড়িয়ে চেয়ে নেয়া।
জীবনের তাগিদে এ-গলি ও-গলি ছুটোছুটি,
নতুন খাতায় ধার-দেনার নতুন আঁকিবুকি
আরও কিছু জীবনের-বিপরীতে অভাবের হুটোহুটি।
কাল সকালের দ্রুত প্রস্থান আর মস্তিষ্কের ঋণ
দুটো পেঁয়াজ আর চাল-চুলোর ব্যস্ততায়
সবার জানা-অজানার বাহিরে, কারো জিজ্ঞাসু-
হীন দৃষ্টির অন্তরালে-বেকার হেটে চলে রাস্তায়।


ধুলো ওড়া পথে দুপা একপা করে-
অবশেষে হ্রাস টেনে অল্প বিশ্রামে,
ভিজে ওঠে ক্লান্ত জীবন আর ক্লান্ত তনু
আর গন্ধ ছড়ায়, মাতাল গন্ধ বেকারের মূল্যহীন ঘামে।