ক্লান্তি এসে ভর করেছে, পাপ জমেছে খুব
অনেক আঁধার ধরেছে ঘিরে, দিয়েছি তাতেই ডুব।
আমি মরীচিকার পিছ ধরেছি, পথ ভুলেছি তায়
আলো-আঁধার খেলার ছলে দিন যে কেটে যায়।
অবহেলায় শ্বাস-প্রশ্বাসে ক্লেদ জমেছে ভারি
রুহটা হলো খোরাকবিহীন, করে করুণ আহাজারি।


পাহাড়সম পাপ জমেছে, হয়েছি মুটে তার
হাত তোলারও নেই অবকাশ, মাথায় বোঝার ভার।
আমি অন্ধকারে হাতরে বেড়াই মিছিমিছি আশেই
আলোর পথিক হাটছে সঠিক আমার আশেপাশেই।
আমার ভেতর-বাহির সবটা জুড়ে পাপের বাড়াবাড়ি
ক্ষণেই তাতে জড়িয়ে পড়ি, ক্ষণেই আবার ছাড়ি।


আমার অনেক পাপ জমেছে, হিসেবখাতায় ঋণ
ক্ষমাবিহীন যাচ্ছে কেটে আমার রাত্রি দিন।
আমার ভিতরটা যে পাথর হলো, মরিচা ধরা দিল
নেত্রবারি ঝরে নাতো, যেন চোখ এঁটেছে খিল।
আমার সবটা জুড়ে আঁধার ভীষণ, নিকষ কালো রাত
তবুও খুঁজি ঝকঝকে রোদ, ঝলমলে প্রভাত।


ভয় হয় যদি অনল গিলে, আশাও জাগে মনে
মহান রবের দয়ার কথা সবার কাছে শুনে।
ফিরে আসার স্বাদ যে জাগে রবের দয়ার দোরে
হাসিখুশি হওয়ার আশে ঝলমলে রোদ ভোরে,
ইচ্ছে করে সাজাতে জীবন পুণ্যে বারো মাস
হয়ে যেতে ইচ্ছে করে—মহান রবের অনুগত দাস।