আমার আবিরও স্বাধীনতার স্বাধ চায়
তারাও স্বৈরাচারী হওয়ার অধিকার পায়।
তারা নিত্যরত সন্ধ্যাবাতির আলাের মতো
নিত্যে নিত্যে তৈরি করে হাজার ক্ষত।


তারা ভালোবাসার স্বাদ খুঁজে এধার ওধার
তারা অগোচরেই পার হয়ে যায় সব পারাপার।
তারা কষ্ট ক্লেশ বুঝেও না কারো মতো
তারা নতুন করেই সৃষ্টি করে হাজার ক্ষত।


তারা বৃষ্টি বিলাস অন্বষণে চাতক সাঝে
তাদের বহে চলায় হাজার রকম সুর যে বাজে।
তারা রোদের সাথে পাল্লা দেয় আগ-এর মতো
তারা পুনঃপুনঃ সৃষ্টি করে নতুন ক্ষত।


তারা এভাবেই ঝরে পড়ে ঝরণাধারায়
তারা ঘাম হয়ে অন্যরকম গন্ধ ছড়ায়।
এভাবেই রক্তরেখা নদীর মতো
অবিশ্রান্ত সৃষ্টি করে নতুন ক্ষত।


সম্পর্করা গড়ে ওঠে নতুন নামে
তাদের অন্তরালে আবির থাকে রঙিন খামে।
কেউ তো আর রূপ ছড়ায় না তাদের মতো
তাদের বয়ে চলায় সৃষ্টি হয় হাজার ক্ষত।


এভাবেই শুকোয় নদী তনুর মাঝে
এভাবেই হারায় সবাই সকাল-সাঁঝে।
তারা নিঃশেষ হয় তাদের মতো..
এভাবেই হারিয়ে যায় হাজার ক্ষত।