শালিক আর ময়না টিয়া
মনের কথা কয়,
ঢ্যাঙ-ঢ্যাঙিয়ে এখন কবি
চুপটি মেরে রয়।


ফুল ফোটে,ফুল বাগানে
ফুল তুলিতে আয়,
গুনগুনিয়ে সুর তুলে যে
ভোমরা গান গায়।


মনমরা আজ বলছে কবি
যাচ্ছেতাই যে ওই,
মনে মনে ভাবছে তখন
ভাষা গেল কই?


তাকিয়ে দেখে গাছের ডালে
পাখিরা সব আছে,
ফুল বাগানে দাঁড়িয়ে তুলি
হেলান দিয়ে গাছে।


একই সাথে তুলির চোখে
পড়লো তাদের চোখ,
থরথরিয়ে কাঁপছে পাখি
গিলছে শুধু ঢোক।


তুলি, নূহা দুজন ওরা
আসলো গান গেয়ে,
পাখি তখন উড়াল দিলো
ভিষণ লজ্জা পেয়ে!