কে করল মানুষ!সৃষ্টি তোমার,
স্থাপিল কে তোমার সৃষ্টিজগৎ কেন্দ্রে?
কী অপূর্ব তব বুদ্ধি!বশীভূত ভবে যত সৃষ্টি
সৃষ্টির শ্রেষ্ঠ!এই গুণ কি গুণের গুণ?
ত্রিভুবনে সৃষ্টি যতো,অযুত লক্ষ কোটি,
তোমার প্রখর বুদ্ধির কাছে করল কে নত?
কে করেছে এ বিধান? মানো নাকি সে বিধাতা?
অসীম তার শক্তি, সকল সৃষ্টি মানে,
মানুষ তুমি মান কি? প্রতিদিন যে দেখি,
অসত্যে বিচারণ কর,নারীর নাভীমূলে-
ডুবে মর,সুদ সাগরে হারাম জলধি জলে।  
তোমার কত্ত কৌশল? বুনো কৌশলকারী,
অচিরেই অগ্নিগর্ভে দগ্ধ হবে অবৈধ সম্পদ সহ!