তোমার প্রেমে ভাসিয়ে ভেলা  
ফরিদপুরের ঝিলে,
বর্ণমালায় গাঁথচ্ছি কাব্য-ছড়া
অদ্ভুত শব্দের মিলে।


বুকের মাঝে চলছে মিছিল
সারা আকাশ জুড়ে,
রক্ত সুমুূ্দ্দুরে গানটি আমার
গাইছি সুরে সুরে।


কবির মনে-প্রাণে নিত্যদিনে
পলাশ শিমুল লাল,
রক্ত রবির চেয়ে লালে রাঙে
মোর অশুভ সকাল।