ইতিহাস কারে কয়
ইতিহাস খুঁড়লাই দেখি রাশি-রাশি
কোলাহলে ভরা মেঘের ছায়া
যুগ-যুগান্তের সৃষ্টি প্রলয় অপরূপ মহিমা ।
এসেছে বিদ্রোহ- ছিন্নভিন্ন মোহ-রুদ্ধ বন্দীকক্ষ
এসেছে মিছিলে - ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল
মৃত্যুকবলিত দ্বার তবু আনবে আকাশের নীল,
কাঁপে নিখিল অপরূপ মহিমার হাতের স্পর্শে।
মুক্তির মাঠে রক্তের দামে আলোর অভ্যর্থনা
জনতার অন্ধ চোখে বিদ্রোহের মিলিত মুঠি
আর জনগণ চূড়ান্ত সংগ্রামে জয়ী।